আদমদীঘিতে মাদকসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১; সময়: ৮:৫৪ অপরাহ্ণ |
আদমদীঘিতে মাদকসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে হেরোইন, গাঁজা, ইয়াবা ও এ্যাম্পলসহ মাদক সম্রাজ্ঞী রহিমা বেগম ওরফে শুটকি (৫০) ও তার সহযোগী তহিদ (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৩০ জুলাই) রাত ১০ টার দিকে আদমদীঘি থানা পুলিশ উল্লেখিত মাদকদ্রব্যসহ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।

এসময় ওই দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে নগদ ১৪ হাজার ৮২ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রহিমা বেগম শুটকি উপজেলার সান্তাহার চা-বাগান এলাকার নজরুল ইসলামের স্ত্রী ও তহিদ ইয়ার্ড কলোনী এলাকার বুলেটের ছেলে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, আদমদীঘি উপজেলার সান্তাহারে নিজ বাড়ীতে মজুত রেখে মাদক বেচা-কেনা করছে এমন গোপন সংবাদের ভিক্তিতে শুক্রবার রাত ১০ টায় বগুড়ার আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফের নেতৃত্বে উপ-পরিদর্শক সোলায়মান আলী ফোর্সসহ মাদক ব্যবসায়ী রহিমা বেগম শুটকি’র বাসায় অভিযান চালিয়ে ঘরের ভিতর রাখা ১৯৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ গ্রাম হেরোইন, ৩শ গ্রাম গাঁজা, ৫৮ পিস নেশার এ্যাম্পুল ইনজেকশান ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮২ টাকা উদ্ধার করে।

এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। রহিমা বেগম শুকটির বিরুদ্ধে একাধিক মাদক আইনে মামলা রয়েছে। শনিবার (৩১ জুলাই) দুপুরে আসামীদের আদালতে প্রেরন করা হয়।

  • 274
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে