চার দিনের সফরে নওগাঁয় খাদ্যমন্ত্রী

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১; সময়: ৭:১৩ অপরাহ্ণ |
চার দিনের সফরে নওগাঁয় খাদ্যমন্ত্রী

জেষ্ঠ্য প্রতিবেদক, নওগাঁ : চার দিনের সফরে শনিবার নওগাঁয় গেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

সকালে রওনা দিয়ে সড়ক পথে মন্ত্রী ঢাকা থেকে নওগাঁ সার্কিট হাউসে পৌঁছান বেলা ১১ টায়। সেখানে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন-অর রশিদ ও রাজশাহী বিভাগীয় খাদ্য কর্মকর্তা ফারুক হোসেন পাটোয়ারী।

দুপুরে সার্কিট হাউজ মিলনয়াতনে স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন খাদ্যমন্ত্রী । এসময় জেলার লকডাউন, করোনা পরিস্ থিতি ও আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ, সিভিল সার্জন ডা: এবিএম আবু হানিফ, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারি ও রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

জানাগেছে, নওগাঁজেলায়চার দিনের সফরের মধ্যেরোববারসকাল১০টায়নিয়ামতপুরউপজেলাখাদ্যগুদামপরিদর্শন, বেলা১১টায়উপজেলাঅডিটোরিয়ামেকরোনাপ্রতিরোধকমিটিরজরুরিসভাএবংসন্ধ্যায়নওগাঁশহরেউপস্থিতহেয়েরাত্রিযাপনকরবেন। সোমবার সাপাহার এবং পোরশা উপজেলার বিভিন্ন এলাকায় পরিদর্শন ও সভা করবেন তিনি।  মঙ্গলবার নওগাঁ মেডিকেল কলেজে করোনা ভাইরাস সনাক্ত করণ মেশিন (আরটি-পিসিআর ল্যাব) উদ্ধোধন করবেন মন্ত্রী।

  • 40
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে