সিরাজগঞ্জে ভারত হতে তৃতীয় বারে আসলো তরল অক্সিজেন

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১; সময়: ৬:৪০ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে ভারত হতে তৃতীয় বারে আসলো তরল অক্সিজেন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : করোনায় আক্রান্ত মুমূর্ষ রোগীদের চিকিৎসায় প্রতিবেশী দেশ ভারত থেকে তৃতীয় বারের মতো আরও ২০০ টন তরল অক্সিজেন এসেছে। অক্সিজেনবাহী বিশেষ একটি ট্রেনে শনিবার ভোর রাতে সিরাজগঞ্জের সয়দাবাদে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনে পৌঁছায়। এরপর ভোর ৫টা ৪৫ মিনিট থেকে ট্রেন থেকে অক্সিজেন খালাস শুরু হয়।

চলমান করোনা পরিস্থিতিতে দেশের হাসপাতাল গুলোতে অক্সিজেনের সংকট মোকাবিলায় বেসরকারি কোম্পানি লিনডে বাংলাদেশ লিমিটেড এই অক্সিজেন আমদানি অব্যাহত রেখেছে।

প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার বলেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে আসা ট্রেন থেকে কোম্পানীর নিজস্ব গাড়িতে আমদানি করা অক্সিজেন খালাস করা হচ্ছে। যা ঢাকায় নিয়ে সারা ঢাকায় নিয়ে সারা দেশে সরবরাহ করা হবে। আর এভাবেই প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার ভারত থেকে তরল মেডিকেল অক্সিজেন আমদানি করে এখানেই খালাস করা হবে।

উল্লেখ্য, এর আগে ২৫ জুলাই প্রথমবার ভারত থেকে ২শ টন এবং ২৮ জুলাই দ্বিতীয়বার ২শ টন অক্সিজেন আনা হয়।

  • 253
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে