মহাদেবপুরে লাঠিয়াল বাহিনী দিয়ে বিধবা স্কুল শিক্ষিকার জমি দখলের অভিযোগ

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১; সময়: ৬:২৩ অপরাহ্ণ |
মহাদেবপুরে লাঠিয়াল বাহিনী দিয়ে বিধবা স্কুল শিক্ষিকার জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে লাঠিয়াল বাহিনী দিয়ে জোড়পূর্বক এক বিধবা স্কুল শিক্ষিকার জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লক্ষীপুর গ্রামে।

লক্ষীপুর গ্রামের মরহুম রওশন জামিলের স্ত্রী সারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা খানম গতকাল শনিবার এ অভিযোগ করেন। অভিযোগে তিনি বলেন তার স্বামী মরহুম রওশন জামিলের ক্রয় করা ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১১৭৬ নম্বর দাগে ২৬ শতকের কাতে ২০ শতক জমি তিনি ভোগ দখল করে আসছিলেন।

গত মঙ্গলবার ওই জমি নিজেদের দাবী করে লক্ষীপুর গ্রামের প্রভাবশালী রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম লাঠিয়াল বাহিনী নিয়ে জোড়পূর্বক দখল করে রোপা আমন ধান রোপন করে। এ সময় মাহবুবা খানমের দেবর রায়হান জামিল বাধা দিতে গেলে তাকে হত্যার হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করা হয়।

এর আগে গত ১৯ জানুয়ারী ওই ব্যক্তিরা এ জমি দখলের চেষ্টা চালায় এতে নিরুপায় হয়ে মাহবুবার দেবর মো: রায়হান জামিল বাদী হয়ে নওগাঁ অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সহকারী কমিশনার ভূমিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এবং একই সাথে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জকে ওই জমিতে শান্তি শৃঙ্খলা রক্ষার নির্দেশ দেন।

এদিকে গত ৯ জুন সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন প্রেরণ করেন। তদন্ত প্রতিবেদনে ১১৭৬ নম্বর দাগে ২৬ এর কাতে ২০ শতক জমি ক্রয় ও পৈত্রিক সূত্রে মাহবুবা খানমের স্বামী রওশন জামিলের দখলে রয়েছে বলে উল্লেখ করা হয়। এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • 103
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে