শিবগঞ্জে অবৈধ ভারতীয় সিগারেটসহ এক চোরাকারবারি গ্রেপ্তার

প্রকাশিত: জুলাই ৩০, ২০২১; সময়: ৬:৪২ অপরাহ্ণ |
শিবগঞ্জে অবৈধ ভারতীয় সিগারেটসহ এক চোরাকারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : শিবগঞ্জে অবৈধ পথে ভারত হতে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় সিগারেটসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার সাড়ে ৩ টার দিকে শিবগঞ্জ বিনোদপুর গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। শুক্রবার গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যে এ তথ্য জাননা র‌্যাব।

র‌্যাব জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর চাঁদশিকারি গ্রামস্থ জনৈক মোঃ আঃ হালিম এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর ০১ জন ব্যক্তি অবৈধ পথে ভারত হতে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় সিগারেট সহ অবস্থান করছে।

গোপন সেই সংবাদের ভিত্তিতে চোরাকারবারীকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র‌্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে ০১ জন চোরাকারবারী কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হলেন, মোঃ কালাম (২২), পিতা- মোঃ নিজামউদ্দিন, মাতা- মোছাঃ লিয়াচুন বেগম, সাং-কালীগঞ্জ সরদারটোলা, ইউপি-বিনোদপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

এসময় তার হেফাজত হইতে ভারতীয় তৈরি সিগারেট-১,২৪,০০০ (এক লক্ষ চব্বিশ হাজার) পিচ, মোবাইল সেট-০১টি, সীমকার্ড-০১টি, মেমোরী কার্ড-০১টি এবং বাইসাইকেল-০১টি সহ উদ্ধার করা হয়। উক্ত চোরাকারবারী দীর্ঘদিন যাবৎ ভারত হতে অবৈধ পথে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় সিগারেট সহ বিভিন্ন ধরনের চোরাকারবারীর সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চোরাকারবারী ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ০১টি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • 343
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে