ধামইরহাটে ধান নষ্ট করাকে কেন্দ্র করে নারীকে কুপিয়ে জখম

প্রকাশিত: জুলাই ৩০, ২০২১; সময়: ৬:২৮ অপরাহ্ণ |
ধামইরহাটে ধান নষ্ট করাকে কেন্দ্র করে নারীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : ধামইরহাটে রোপা ধান নষ্ট করাকে কেন্দ্র করে ১ নারী জখম হওয়ারঘটনা ঘটেছে। জখম হওয়া নারী ধমাইরহাট উপজেলার আলতাদিঘী গ্রামের আনিছুরের স্ত্রী জিনাত রেহেনা (৩২)।

জিনাত রেহেনা অভিযোগ করেন, তার স্বামী আনিছুর জোত মাহমুদপুর মৌজায় মাতার সূত্রে পাওয়া ১৫ শতক জমি ২৭ বছর যাবৎ ভোগ দখলীয় জমিতে রোপিত ধান ক্ষেতে চকযদু গ্রামের খাতের আলীর পুত্র আনোয়ার হোসেন ভুট্টু (৫৫), আনোয়ারের পুত্র নবীন হোসেন (১৯), আলতাদিঘী গ্রামের বজলুর রহমানের পুত্র আশরাফ হোসেন (৩৫), ছমির উদ্দিনের পুত্র মোতারফ হোসেন (৪৫) পাওয়ার টিলার দ্বারা চাষ করে রোপা ধান নষ্ট করে। ক্ষতির কারণ জিজ্ঞাসা করিলে আনোয়ার হোসেন জিনাত রেহেনাকে লাথি-গুরি মারে এবং এক পর্যায়ে হাসুয়া দ্বারা কোপ মেরে ডান হাতের ডাবনা কেটে জখম করে এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেয় বলে জিনাত রেহেনা অভিযোগে উল্লেখ করেন।

এ বিষয়ে জিনাত রেহেনা বাদি হয়ে ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করেন। তবে আনোয়ার হোসেন এসব ঘটনা অস্বীকার করে। ধামইরহাট থানার ওসি আবদুল মমিন বলেন বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।

  • 32
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে