নাটোরে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ

প্রকাশিত: জুলাই ৩০, ২০২১; সময়: ৫:০৫ অপরাহ্ণ |
নাটোরে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরেজুড়ে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় একজন মারা গেছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও তিনজন।

নতুন করে মহামারি এ ভাইরাসে ৮৮ জন আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯১ জনের। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার গত দিনের চেয়ে ১৪.২১ শতাংশ বেড়ে হয়েছে ৪৬.০৭ শতাংশ।

এনিয়ে জেলায় মোট আক্রান্ত ৬ হাজার ৭শ’ ৭০ জন। সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৪ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৭শ’ ৪২ জন। হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৩ হাজার ৯শ’ ১৮ জন। জেলায় করোনায় এ পর্যন্ত মোট মৃত্যু ১১৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১শে মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

  • 87
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে