নিয়ামতপুরে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: জুলাই ৩০, ২০২১; সময়: ৪:৪৬ অপরাহ্ণ |
নিয়ামতপুরে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন থেকে মোঃ ডালিম (৩৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি, ১টি মোবাইল, ২টি সিমকার্ড ও ১টি ব্যাটারী চালিত ভ্যানসহ গ্রেফতার করেছে র‌্যাব-৫। শুক্রবার (৩০ জুলাই) র‌্যাব-৫ এর এক সংবাদ সম্মেলনে বিষয়টি সম্পর্কে জানা গেছে।

শুক্রবার (৩০ জুলাই) সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ জানায়, বৃহস্পতিবার (২৯ জুলাই) তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যে সাড়ে ৬টার সময় জানা যায় কতিপয় অস্ত্র ব্যবসায়ী নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলাধীন রসুলপুর ইউনিয়নের আড্ডা হতে নিমদীঘি রাস্তায় ভ্যান যোগে যাচ্ছে।

এরুপ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল মহাকাল এলাকার ইমান আলীর আম বাগান সংলগ্ন তিন মাথার মোড়ে অভিযান পরিচালনা করে এ সময় ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি, ১টি মোবাইল, ২টি সিমকার্ড ও ১টি ব্যাটারী চালিত ভ্যানসহ মোঃ ডালিম (৩৫) নামে এক ভ্যান চালক/ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃত ভ্যান চালক/অস্ত্র ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলামপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

জানা যায় যে, ভ্যান চালক তিনজন আরোহী নিয়ে নিয়ে আড্ডা হতে নিমদীঘি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় পিছন থেকে র‌্যাব ধাওয়া করলে আরোহী তিনজন আটকৃকত অস্ত্র ভ্যানে ফেলে রেখে পালিয়ে যায়।

  • 257
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে