সাতক্ষীরা মেডিকেলে ৪ জনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ৩০, ২০২১; সময়: ১২:৩৬ অপরাহ্ণ |

পদ্মাটাইমস ডেস্ক : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন আরও চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ১০টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃতদের মধ্যে একজন করোনায় আক্রান্ত এবং বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে জেলায় উপসর্গে নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৩৬ জন। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন।

মৃতরা হলেন- সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের বাবুল আলী (৭০), সাতক্ষীরা সদরের কামারবাইসা গ্রামের কোহিনুর বেগম (৬৫), দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের রাশিদা বেগম (৬০) ও খুলনার পাইকগাছা থানার সোনাতলাকাটি গ্রামের আব্দুর রাজ্জাক (৭০)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১০ জন করোনা পজিটিভ এবং বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

২৪ ঘণ্টায় মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকা তিনজনের মৃত্যু হয়েছে। একজন মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। এ ছাড়া সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫১ জন। নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন।

  • 109
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে