কুষ্টিয়ায় ভাইরাসে আরও ১১ জনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ২৯, ২০২১; সময়: ১০:২৩ পূর্বাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : করোনারভাইরাসের হটস্পট কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নয়জনের করোনা পজেটিভ ছিল। বাকি দুইজন মারা যায় করোনার উপসর্গ নিয়ে।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময় এদের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৪ ঘন্টায় আরও ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার গতদিনের চেয়ে কমে ২৮ দশমিক ৫৪ শতাংশ হয়েছে। এই সময়ে সুস্থ হয়েছেন ২৪৭ জন করোনা রোগী।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালের ২০০ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে এখন ভর্তি আছে ২০১ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৫১ জন। বাকীরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

এদিকে, কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৮৬ জনের মৃত্যু হয়েছে এবং ১২৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত ৫৪০ জনের মৃত্যু হলো।

  • 161
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে