রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ওলিউজ্জামান

প্রকাশিত: জুলাই ২৮, ২০২১; সময়: ৫:৪৬ অপরাহ্ণ |
রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ওলিউজ্জামান

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : রাষ্ট্রীয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন একাত্তরে রণাঙ্গনের বিজয়ী বীর মুক্তিযোদ্ধা ও সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারি শিক্ষক ওলিউজ্জামান (ওলি)। করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে তিনি শেষঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ছেলে, ২ মেয়ে, ও আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বেলা ১১টায় মরহুম ওলিউজ্জামানকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে সুজানগর উপজেলা প্রশাসন। পাবনা জেলা পুলিশের চৌকস দল তাকে অব অনার প্রদান করে। পরে সুজানগর পৌরসভার ভবানীপুর হাফেজিয়া মাদরাসা মাঠ চত্বরে অসংখ্য মানুষের ঢলে সদাহাস্যেজ্জল ব্যক্তিত্ব,সবার প্রিয় স্যার এর নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়।

জানাজা নামাজে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব,সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদের রোকন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, এন এ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হালিম, সুজানগর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস ছাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাষ্টার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদ রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আলী আকবর রাজু, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক ফজলুল হক চাঁদু,সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, জনপ্রতিনিধি, শিক্ষার্থী তথা সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন। জানাজায় ইমামতি করেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলাম।এর আগে প্রিয় স্যার ওলিউজ্জামানের বর্ণাঢ্য জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাষ্টার।

  • 130
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে