রংপুর বিভাগে এতো দিনে হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন উদ্বোধন

প্রকাশিত: জুলাই ২৭, ২০২১; সময়: ৭:২৭ অপরাহ্ণ |
রংপুর বিভাগে এতো দিনে হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড় : এতো দিন পরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পর্যায়ে রংপুর বিভাগে সর্বপ্রথম উদ্বোধনকৃত সেন্ট্রাল অক্সিজেন লাইন চলমান মহামারি করোনা সংকটে উপজেলাবাসীর চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মঙ্গলবার (২৭ জুলাই) সকালে কমপ্লেক্সের হলরুমে ভার্চুয়ালী উদ্বোধন ঘোষনা করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ভার্চুয়ালী) পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন পঞ্চগড়ের সিভিল সার্জন ফজলুর রহমান, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের সামসুজ্জামান, ভাইস চেয়ারম্যান শাহাজাহান ও রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন ও উপজেলা প্রকৌশলী জাকিউল আলম সহ স্থানীয় সরকার দলীয় নেতৃবৃন্দগণ। পরে প্রধান অতিথির নির্দেশক্রমে ফিতা কেঁটে এবং ফলক উন্মোচনের মধ্য দিয়ে সেন্ট্রাল অক্সিজেন সঞ্চালন লাইনের উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ইউ,জি,ডি,পি প্রকল্পের আওতায় প্রায় পনের লক্ষ টাকা ব্যায়ে সেন্ট্রাল অক্সিজেন লাইন নির্মান করা হয়েছে।

 

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে