৩ টাকা কেজি বেগুন

প্রকাশিত: জুলাই ২৭, ২০২১; সময়: ১২:৫১ অপরাহ্ণ |
৩ টাকা কেজি বেগুন

পদ্মাটাইমস ডেস্ক : দিনাজপুরের কাহারোলে চলতি মৌসুমে বেগুনের ভালো ফলন হলেও দাম না পাওয়ায় হতাশ চাষিরা। উপজেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে মাত্র ৩ টাকায়। ফলে দেখা দিয়েছে লোকসানের আশঙ্কা।

সরেজমিনে দেখা গেছে, কাহারোল হাটে প্রতি মণ বেগুন বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকা। এতে এক কেজির দাম পড়ছে মাত্র ৩ টাকা। ভালো ফলনের পরও দাম না পেয়ে উপজেলার অর্ধশতাধিক বেগুন চাষির মাথায় হাত।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে খরিব-১ জাতের বেগুন আবাদ হয়েছে ২৫ হেক্টর জমিতে। স্থানীয় জাতের বেগুন চাষাবাদ হয়েছে ১৫ হেক্টর জমিতে।

ওই উপজেলার ডাবোর ইউনিয়নের চামদুয়ারী গ্রামের বেগুন চাষি মো. আরমান আলী জানান, গত বছরের তুলনায় এবার বেগুনের আবাদ বেশি হওয়ায় ফলনও ভালো। তবে বাজারে দাম একদমই কম।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু জাফর মো. সাদেক জানান, এবার আবহাওয়া অনুকূলে থাকায় বেগুনের বাম্পার ফলন হয়েছে। চাষিদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে বেগুনের দাম কিছুটা কম হলেও কিছুদিনের মধ্যেই দাম বেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। এতে চাষিদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে