বরিশাল বিভাগে ২০ জনের মৃত্যু, আক্রান্ত ৮২২

প্রকাশিত: জুলাই ২৭, ২০২১; সময়: ১২:৩০ অপরাহ্ণ |

পদ্মাটাইমস ডেস্ক : বরিশাল বিভাগের ছয় হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ১১ জন এবং করোনায় ৯ জন মারা গেছেন। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮২২ জনের। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৫০ শতাংশ।

মঙ্গলবার (২৭ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ২৯৩ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২ হাজার ৯৭৭ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৯১ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও এখন পর্যন্ত মোট মারা গেছে ১৪৯ জন।

পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছে ১১৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৮৩ জন। ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৭৩ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫৮৭ জন।

ভোলায় নতুন ১২০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৩ হাজার ২২৬ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৩০ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ২৫২ জন।

পিরোজপুরে নতুন ১৩৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৪১ জন। ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৬৮ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৪ জন।

বরগুনায় নতুন ৮৮ জন নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৭৪ জন। ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৬৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৫ জন।

ঝালকাঠি জেলায় নতুন ৬৯ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭৩ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৫৪ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৭ জন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতারের করোনা ইউনিটে ১১ জন উপসর্গ নিয়ে এবং চারজন করোনা রোগী মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া ঝালকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, বরগুনা সদর হাসপাতালে একজন, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করোনা রোগী মৃত্যুবরণ করেছেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ২৪ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ২৫৭ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ১০৩ জনের করোনা পজিটিভ, ১৫৪ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, এর আগের ২৪ ঘণ্টায় (রোববার) বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ২৩ জনের। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৪৬ দশমিক ৮৪ শতাংশ। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয় ৮৪১ জন।

বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ৬ জেলায় মোট শনাক্ত হয়েছে ৩০ হাজার ৫৭৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩৭ জন এবং সুস্থ হয়েছেন ১৮ হাজার ২৮৬ জন।

  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে