চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই দিনে গ্রেপ্তার ৯

প্রকাশিত: জুলাই ২৬, ২০২১; সময়: ৮:৫৬ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই দিনে গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি অপারেশন দল গত দুই দিনে বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করেছে। রোববার ও সোমবার পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড মসজিদ পাড়ার জমশেদ আলীর ছেলে সানাউল হক (৩৩), একই মহল্লার মৃত মানিক চানের ছেলে রুবেল (৩২) ও মৃত নুরুল ইসলামের ছেলে সাগর (৩৮), কালিতলার মৃত তালেব আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন (৫৫), একই মহল্লার মৃত মুনসুর রহমানের ছেলে আসাদুল (৪০) ও বালুবাগানের মৃত জিল্লুর রহমানের ছেলে রবিউল (৩২)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আরও রয়েছেন- পৌর এলাকার মন্ডল পাড়ার কুটু ইসলামের ছেলে আশরাফুল (১৯), বারঘরিয়া কাজি পাড়ার পিন্টু শেখের ছেলে রবিউল ইসলাম (৪৫) ও শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের দুই পা হারানো প্রতিবন্ধী মৃত হোসেন আলীর ছেলে মাহবুল ইসলাম (৩২)।

এ বিষয়ে আনিছুর রহমান খান জানান, চাঁপাইনবাবগঞ্জে ২৪ জুলাই ও ২৫ জুলাই পরিদর্শক রায়হান আহমেদ খানের নেতৃত্বে ডিএনসির সঙ্গীয় ফোর্স এই সব অভিযান পরিচালনা করে বিভিন্ন মাদকসহ ৯ জনকে গ্রেপ্তার করে।

পরে মোবাইল কোর্টে আসামিদের জেল জরিমানা করা হয়। একটি নিয়মিত মামলা দায়ের শেষে আসামিদের জেল হাজতে পাঠানো হয়।

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে