বেলকুচিতে ঈদের ছুটিতে আয়োজনকৃত ৪টি বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও

প্রকাশিত: জুলাই ২৩, ২০২১; সময়: ৫:২৯ অপরাহ্ণ |
বেলকুচিতে ঈদের ছুটিতে আয়োজনকৃত ৪টি বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : তাঁত শিল্প সমৃদ্ধ সিরাজগঞ্জের বেলকুচিতে কর্মজীবি মানুষের উৎসব ও ছুটি কাটানোর মক্ষ্যম সময় হচ্ছে দুই ঈদ। এ উৎসবের পর দিন থেকেই শুরু হয় বিয়ের ধুমধাম আয়োজন। এই বিয়ে মৌসুমে অসচেতন ৪টি পরিবার আয়োজন করা বাল্য বিয়ে গুলো বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে প্রথমে উপজেলার রাজাপুর গ্রামের নবম শ্রেণীর ছাত্রী (১৫), মাঝাইল গ্রামের দশম শ্রেণীর ছাত্রী (১৫), দৌলতপুর ইউনিয়নের আটারদাগ গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩) এবং শোলাকুড়া গ্রামের পঞ্চম শ্রেণির ছাত্রী (১২) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান এসব স্থানে অভিযান পরিচালনা করে বিয়ে গুলো বন্ধ করে দেন। তখন জরিমানা আদায় করা হয়েছে ৪০ হাজার টাকা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, গোপন সংবাদ পেয়ে উপজেলার ঐসব স্থানে অভিযান পরিচালনা করে ৪টি বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে । বিয়ে কনেরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবকদের কাছে থেকে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তখন কনের পিতার নিকট থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে