নওগাঁয় শুরু কঠোর বিধিনিষেধ, মাঠে সরব প্রশাসন

প্রকাশিত: জুলাই ২৩, ২০২১; সময়: ১:০৩ অপরাহ্ণ |
নওগাঁয় শুরু কঠোর বিধিনিষেধ, মাঠে সরব প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : করোনা ভাইরাস প্রতিরোধে নওগাঁয় শুরু হয়েছে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ বাস্তবায়নে নওগাঁয় মাঠে নেমেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

কঠোর বিধিনিষেধ সফল করতে জেলা প্রশাসনের ৩৪টি নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত এবং গুরুত্বপূর্ন মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। ব্যাটারী চালিত অটোচার্জার, চার্জার ভ্যান চলাচল করতে দেখা গেছে।

এছাড়াও যারা অযথা রাস্তাঘাটে চলাচল করছে তাদের পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে।

বন্ধ আছে সকল ধরনের দোকানপাট, শপিংমল ও বিপনী বিতান। করোনা ভাইরাসের শুরু থেকে আজ পর্যন্ত নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১১৪ জন মৃত্যুবরণ করেছে আর মোট আক্রান্ত হয়েছে ৫ হাজার ৬২৬ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে