মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ২০ জনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ২৩, ২০২১; সময়: ১১:৫৯ পূর্বাহ্ণ |

পদ্মাটাইমস ডেস্ক : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন করোনা শনাক্ত হয়ে এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয় বলে জানান তিনি।

তিনি বলেন, ইউনিটটিতে করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের আবুল হোসেন (৫৮), আবদুল মতিন (৩২), নেত্রকোনা সদরের সিদ্দিকুর রহমান (৬৫), আব্দুল খালেক (৬৫), শেরপুর সদরের রোজি (৩৫), নকলার আব্দুর রহিম (৭৩), শ্রীবর্দীর ফজলুল হক (৬৫), টাঙ্গাইলের নাসিরুদ্দিন (৭০) ও গাজীপুরের সুবর্না আক্তার (২০)।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহ সদরের নূরজাহান (৬০), মোবারক আলী খান (৩৭), সোহরাব হোসেন (৬০), ফজলুর রহমান (৫৮), ঈশ্বরগঞ্জের জালালুদ্দিন (৫০), নেত্রকোনার বারহাট্টা উপজেলার অমল বিশ্বাস (৭৫), টাঙ্গাইল সদরের আনোয়ার (৪০), ধানবাড়ি উপজেলার আনোয়ার হোসেন (৬৫), রহিমা খাতুন (৬০), মিনারা বেগম (৬০), গাজীপুরের শ্রীপুর উপজেলার সিরাজুল ইসলাম (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৩৭৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৭০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ২৫৭টি নমুনা পরীক্ষা করে ৭৪ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৮ দশমিক ৭৯ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে