নাটোরে করোনায় ২ জনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ২২, ২০২১; সময়: ৮:৪১ অপরাহ্ণ |
নাটোরে করোনায় ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে করোনায় আক্রান্ত ২ জন মারা গেছেন। ঈদুল আযহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় নমুনা সংগ্রহ এবং পরীক্ষা না হওয়ায় কোন নতুন রোগী শনাক্ত নাই।

বৃহস্পতিবার সকালে গত ২৪ ঘণ্টায় এই তথ্য পাওয়া গেছে সিভিল সার্জন অফিস সূত্রে। এ পর্যন্ত ২৩৮৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৬০২৩ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় নমুনা সংগ্রহ এবং পরীক্ষা না হওয়ায় এটি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন সাধারণ জনগণ। এ পর্যন্ত মোট মৃত্যু ৯৯ জনের। মৃত দুই জনের একজন সিংড়ার অপরজন লালপুর উপজেলার।

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতলে ভর্তি হওয়া নাটোরের করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৬ জন মারা যান।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে