বাগাতিপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত কৃষক হাফিজুরের হাত কাটতে হলো

প্রকাশিত: জুন ২৩, ২০২১; সময়: ৬:১৮ অপরাহ্ণ |
বাগাতিপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত কৃষক হাফিজুরের হাত কাটতে হলো

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত হাফিজুর (৫০) নামে এক কৃষকের একটি হাক কেটে ফেলতে হয়েছে।

ঘটনার ১৪ দিন পর মঙ্গলবার রাতে রাজশাহীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসকরে পরামর্শে অস্ত্রোপচারের মাধ্যমে হাফিজুরের ডান হাত কেটে ফেলতে হয়।

শক্ত-সামর্থ্যবান হাফিজুরকে এখন থেকে পঙ্গু জীবন যাপন করতে হবে। হাফিজুর বাগাতিপাড়া উপজেলার পাঁচুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও হাফিজুরের পরিবার জানায়, গত ৭ জুন দুপুরে প্রতিবেশী জমসেদ খাঁ’র ছেলে মোতালেব দলবল নিয়ে গিয়ে তাদের সীমানার গাছ থেকে জোর করে কাঁঠাল পাড়তে শুরু করে। বাধা দেওয়ায় তারা হাফিজুরকে লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করলে সে গুরুতর আহত হয়। প্রথমে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে ১৯ জুন রাজশাহীস্থ বেসরকারী হাসপাতাল আমানা ক্লিনিকে ভর্তি করা হয়। ওই ক্লিনিকের চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার রাতে অস্ত্রেপ্রচারের মাধ্যমে তার ডান হাত কেটে ফেলা হয়।

এদিকে এ ঘটনায় গত ১২ জুন হাফিজুরের বাবা হাবিবুর বাদি হয়ে ২৪ জনের বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, মামলাটি তদন্তাধীন আছে। অভিযুক্ত আসামীরা জামিনে রয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে