মান্দায় বাড়ছে করোনার সংক্রমণ

প্রকাশিত: জুন ২৩, ২০২১; সময়: ৬:০৪ অপরাহ্ণ |
মান্দায় বাড়ছে করোনার সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় প্রশাসনের তৎপরতার পরও জনগনের মাঝে সচেতনতা নেই। মাস্ক ছাড়াই চলাফেরা করছেন রাস্তাঘাটে। হাটবাজারে কেনাকাটা চলছে গাদাগাদি করে। স্বাস্থ্যবিধি মেনে না চলায় এ উপজেলায় ধীরে ধীরে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। করোনার সংক্রমণরোধে বুধবার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার হাসপাতালে ৩০ জন রোগির র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের পিসিআর ল্যাবে পাঠানো ২৫ জনের নমুনায় আরো ৬ জন শনাক্ত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায় বলেন, করোনার সংক্রমণ রোধে জনসচেতনতার বিকল্প নেই। কিন্তু রাস্তাঘাটে লোকজন খোলামেলা চলাফেরা করছেন। মাস্কও ব্যবহার করছেন না অধিকাংশ পথচারী। এভাবে চলতে থাকলে করোনার সংক্রমণ আগামিতে ভয়াবহ রুপ নিতে পারে।

এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম বলেন, জনসচেতনতা সৃষ্টির লক্ষে সার্বক্ষণিক তৎপর উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মাঝেমধ্যেই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার উপজেলার প্রসাদপুর বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ইউএনও আরো বলেন, অভিযানকালে মাস্ক ব্যবহার না করায় আটজন পথচারীর বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে