রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

প্রকাশিত: জুন ২৩, ২০২১; সময়: ৩:২৫ অপরাহ্ণ |
রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

পদ্মাটাইমস ডেস্ক : রংপুর বিভাগে করোনায় ২৪ ঘণ্টার ব্যবধানে  বুধবার সকাল ৮টা পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৬৬ জনের। এর আগে ২৪ ঘণ্টায় করোনায় মারা যান ৫ জন এবং শনাক্ত হন ২৫৮ জন। গত ২৪ ঘণ্টায় ৭৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়, যাতে করোনা শনাক্ত হয় ২৬৬ জনের। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৬১৯ জনের। অন্যদিকে এ বিভাগে করোনার সংক্রমণে মারা গেছেন ৪৬৭ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬২ জন।

বুধবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলামের পাঠানো প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ৭৪০ জনের। শনাক্ত হওয়া ২৬৬ জনের মধ্যে দিনাজপুর জেলার ১৪১, ঠাকুরগাঁয়ের ৫৩, নীলফামারীর ১০, পঞ্চগড়ের ৫, কুড়িগ্রামের ২১, লালমনিরহাটের ১০, গাইবান্ধার ১০ ও রংপুরের ১৬ জন।

বিভাগে করোনার সংক্রমণে মারা যাওয়া ৪৬৭ জনের মধ্যে দিনাজপুর জেলার ১৭০, রংপুরের ১০৭, ঠাকুরগাঁয়ের ৬২, পঞ্চগড়ের ২১, নীলফামারীর ৩৮, লালমনিরহাটের ১৯, কুড়িগ্রামের ২৭ ও গাইবান্ধার ২৩ জন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে