আক্কেলপুর ও ক্ষেতলাল পৌরসভা এলাকায় বিধিনিষেধ জারী

প্রকাশিত: জুন ২৩, ২০২১; সময়: ১২:৩৩ অপরাহ্ণ |
আক্কেলপুর ও ক্ষেতলাল পৌরসভা এলাকায় বিধিনিষেধ জারী

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় জয়পুরহাটেরর আক্কেলপুর ও ক্ষেতলাল পৌরসভা এলাকায় বিধিনিষেধের আওতায় আনা হয়েছে। বুধবার বিকেল পাঁচটা থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে।

মঙ্গলবার রাত ১১ টায় জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) মোঃ শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিদিন বিকেল পাঁচটা থেকে পরদিন সকাল ছয়টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়াসহ কয়েকটি নির্দেশনা দিয়ে বিধিনিষেধে রয়েছে।

গত ৭ জুন থেকে জয়পুরহাট জেলার জয়পুরহাট ও পাঁচবিবি পৌরসভা এলাকায় বিধিনিষেধ চলমান রয়েছে। গত শুক্রবার কালাই পৌরসভা এলাকায় বিধিনিষেধ জারী করা হয়। আক্কেলপুর ও ক্ষেতলাল পৌরসভায় বিধিনিষেধ জারির মধ্যে দিয়ে জয়পুরহাট জেলার পাঁচটি পৌরসভার এলাকা বিধিনিষেধের আওতায় এল।

জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম বলেন, জয়পুরহাট-পাঁচবিবি-কালাই পৌরসভা এলাকায় বিধিনিষেধ চলমান রয়েছে। ওই তিনটি পৌরসভায় বিধিনিষেধে যেসব নির্দেশনা কার্যকর রয়েছে এই দুটি পৌরসভায় সেই নির্দেশনা থাকছে।

এর মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছ, প্রতিদিন বিকেল পাঁচটা থেকে পরদিন সকাল ছয়টি পর্যন্ত পৌরসভা এলাকার সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ওষুধসহ জরুরি সেবা আওতামুক্ত থাকবে। পৌর এলাকার লোকজন বিকেল পাঁচটা থেকে পরদিন ছয়টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হতে পারবে না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে