জয়পুরহাটে ১৪১ পরিবারের মাঝে কাগজপত্র ও গৃহ হস্তান্তর

প্রকাশিত: জুন ২০, ২০২১; সময়: ১০:৫৫ অপরাহ্ণ |
জয়পুরহাটে ১৪১ পরিবারের মাঝে কাগজপত্র ও গৃহ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় (২য় পর্যায়ে) প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর থেকে জয়পুরহাটের ৫টি উপজেলাতে ১৪১ ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমিসহ কাগজপত্র ও গৃহ হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষে রোববার দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুধু কালাই উপজেলার ৫৮ ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমিসহ কাগজপত্র ও গৃহ হস্তান্তর করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।

একই সাথে জেলার অন্য চারটি উপজেলাতে স্বস্ব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আরও ৮৩ ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি, দলিল, নাম জারির খতিয়ানসহ কাগজপত্র ও গৃহের চাবী হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা স্থানীয় সরকারের উপপরিচালক ইশরাত ফারজানা, কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার ইসতিয়াক হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেনসহ উপকারভোগীরা বক্তব্য রাখেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে