মহাদেবপুরে সাঁওতাল বিদ্রোহ দিবসে আলোচনা অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ২০, ২০২১; সময়: ১০:৪০ অপরাহ্ণ |
মহাদেবপুরে সাঁওতাল বিদ্রোহ দিবসে আলোচনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : “সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠন কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১৬৬তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে মহাদেবপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডার সভাপতিত্বে বক্তব্য রাখেন, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা, চলচ্চিত্র পরিচালক ও সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ, মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ আইনুল ইসলাম, থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাখাওয়াত হোসেন, জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক যোগেশ উঁরাও, সাবেক সভাপতি শুশিল পাহান, পোরশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইচন পাহান, সাংগঠনিক সম্পাদক নিতাই চন্দ্র মুন্ডা, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক পলাশ পাহান, মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি চঞ্চল পাহান, সাধারণ সম্পাদক সুজিত উঁরাও প্রমুখ।

আলোচনা সভার শুরুতে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন ও দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রমের রোগমুক্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে