মুজিববর্ষের উপহার পেল আদমদীঘির ২৫ গৃহহীন পরিবার 

প্রকাশিত: জুন ২০, ২০২১; সময়: ১০:১৯ অপরাহ্ণ |
মুজিববর্ষের উপহার পেল আদমদীঘির ২৫ গৃহহীন পরিবার 
নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘিতে আবারো ২৫ পরিবারকে সরকার প্রদত্ত বাড়ি প্রদান করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান আশ্রয়ন প্রকল্প-২ এর প্রথম দফায় ১০০ জনকে জমিসহ গৃহ প্রদানের পর দ্বিতীয় দফায় আরো ২৫ ভূমি ও গৃহহীন পরিবার পেল জমিসহ লাল সবুজ বাড়ি।

আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার ২০ জুন সকালে উপজেলা হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি ভিডিও চিত্র প্রচার করা হয়। ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন, বগুড়া জেলা পরিষদের সংরক্ষিত সদস্য মনজু আরা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দীন খাঁন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নে ২২ জন এবং কুন্দগ্রাম ইউনিয়নে ৩ জনসহ মোট ২৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে