বদলগাছীতে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৯ পরিবার

প্রকাশিত: জুন ২০, ২০২১; সময়: ৮:০৪ অপরাহ্ণ |
বদলগাছীতে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৯ পরিবার

নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে প্রধানমন্ত্রীর উপহার গৃহ পেলেন আর ও ৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। গৃহের চাবি ও জমির দলিলাদি বুঝে পেয়ে তারা আনন্দে উচ্ছ্বসিত।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে বদলগাছী উপজেলা পরিষদের অডিটরিয়ামে বিলাসবাড়ি ইউপির ভগবানপুর গ্রামের ভূমিহীন ও গৃহহীন ৯ টি পরিবারের সদস্যর হাতে ঘরের চাবি ও দলিল পত্র হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন।

জাতীর পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুজিববর্ষে ‘‘ বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা”- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নের লক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১লক্ষ ১৮ হাজার ৩৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের ঘটনা বিশ্বে এটাই প্রথম।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম পর্যায়ে গত ২৩ জানুয়ারী সর্বমোট ৬৯ হাজর ৯০৪টি পরিবারকে জমি সহ গৃহ প্রদান করেন ও ২য় পর্যায়ে ২০জুন আরো ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সামছুল আলম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী, ভাইস চেয়ারম্যান ইমামুল আল-হাসান তিতু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দীন সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

এর আগে এই উপজেলায় প্রথম পর্যায়ে ৪৮ টি ও দ্বিতীয় পর্যায়ে ৯ টি সহ মোট ৫৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার গৃহ এবং জমি পেলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে