মান্দায় নতুন ঠিকানায় আরও ২১ পরিবার

প্রকাশিত: জুন ২০, ২০২১; সময়: ১:৫২ অপরাহ্ণ |
মান্দায় নতুন ঠিকানায় আরও ২১ পরিবার

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন আরো ২১ ভূমিহীন ও গৃহহীন পরিবার।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বেলা সাড়ে ১০টায় দেশব্যাপি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা পরিষদ মিলনায়তনে এসময় উপস্থিত ছিলেন, ইউএনও আব্দুল হালিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরানুল হক, মুক্তিযোদ্ধা খোদাবকস মিয়া, মুক্তিযোদ্ধা আফছার আলী মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম ফজলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবীব, বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন প্রমূখ।

শেষে উপজেলার ২১ ভূমি ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম জানান, আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রথম পর্যায়ে ৯০ এবং দ্বিতীয় পর্যায়ে আরো ২১ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘরসহ জমির দালিলিক কাগজপত্র এবং চাবি হস্তান্তর করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে