বড়াইগ্রামে ঘর পেলেন ১৬৬ পরিবার

প্রকাশিত: জুন ২০, ২০২১; সময়: ১:৪৭ অপরাহ্ণ |
বড়াইগ্রামে ঘর পেলেন ১৬৬ পরিবার

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে ১৬৬ ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও জমি হস্তান্তর করা হয়েছে।

রোববার উপজেলা অডিটরিয়ামে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইন প্লাট ফর্মে হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন ও নির্দেশনার বড়াইগ্রামে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক স্থাণীয় সরকার গোলাম রাব্বী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, মহিলা ভাইসচেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, বনপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস, সকল ইউপি চেয়ারম্যান, দপ্তর প্রধান, উপকারভোগীসহ সুধী, শিক্ষক, সাংবাদিকগণ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ইউএনও জাহাঙ্গীর আলম উপস্থিত সকলকে ঘর নির্মাণ ও খাস জমি উদ্ধারে স্বপ্ন জয়ের গল্প শুনান। তিনি বলেন, ভোগদখলকৃত জমি উদ্ধারের এক একটি ঘটনা স্বপ্ন জয়ের চেয়েও বড়কিছু।

এছাড়া দখলদারেরা একাধিক মামলা করেছিলেন, তাদের মামলার মোকাবেলা ও প্রত্যাহারের ঘটনাও কম নয়।

এসকল কাজে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান, সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুসসহ সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীকে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে