সিরাজগঞ্জে দুস্থদের মাঝে চেক ও সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: জুন ১৯, ২০২১; সময়: ৭:৫৭ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে দুস্থদের মাঝে চেক ও সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে দুস্থদের মাঝে চেক ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলেনায়তনে সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এসব বিতরণ করেন ।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ২৩ জনকে ১০ লাখ ৭০ হাজার টাকার চেক ও ধর্ম মন্ত্রণালয় হতে প্রাপ্ত মসজিদ ও মন্দির সংস্কারের জন্য ২১ জনকে ২ লাখ ৭০ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়। এছাড়া নারী উন্নয়ন ফোরামের উদ্যাগে ২০২০-২১ অর্থ বছর এডিপি’র আওতায় শতাধিক সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

এ সময় সাংসদ ডাঃ হাবিবে মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। দুস্থ, অসহায়, দরিদ্র এবং উপকারভোগী মানুষদেরকে ব্যাপক সাহায্য সহযোগিতা করেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ব্যাপক কাজ করা হচ্ছে। নারীদের সাবলম্বী করতে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করেছে এ সরকার। এ জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে সহযোগীতা করতে হবে।

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজের সভাপতিত্বে সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান এস এম নাসিম রেজা নুর দিপু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য এ্যাডঃ কাজী সেলিনা পারভীন পান্না, পৌর প্যানেল মেয়র মোছাঃ শিখা খাতুন, পৌর কাউন্সিলর রোমানা রেশমা, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক একরামুল হক প্রমূখ বক্তব্য রাখেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে