সিরাজগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ১৯, ২০২১; সময়: ৬:০৫ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলার বিভিন্ন উপজেলা হতে পলাশ ডাঙ্গায় যুবশিবিরের প্রশিক্ষণপ্রাপ্ত ও সম্পৃক্ত মুক্তিযোদ্ধারা এতে অংশ নেন।

সিরাজগঞ্জ বগুড়া রোডস্থ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পলাশ ডাঙ্গা যুব শিবিরের কমান্ডার ইন চীফ (সিএনসি) বীর মুক্তিযোদ্ধা গাজী সোহরাব আলী সরকার ।

এ সময়ে সহ-সর্বাধিনায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ বিমল কুমার দাস, পলাশ ডাঙ্গা যুব শিবিরের উপ-পরিচালক লুৎফর রহমান মাখন, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল আজিজ সরকার, অধ্যক্ষ আজাদ রহমান শাহজাহান, এ্যাডঃ সুকুমার চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা গাজী শাহাদত হোসেন ফিরোজী, সাবেক উপজেলা কমান্ডার গাজী আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কালের আর্বতে মুক্তিযুদ্ধের সকল স্মৃতি মুছে যেতে চলছে। ৭১-এ মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা অর্জনের ইতিহাস মুছে ফেলা যাবেনা। স্বাধীনতা বিরোধীদের সে ষড়যন্ত্র কোনদিন সফল হবেনা । মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে বদ্ধ পরিকর। তাই মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে দেশ ও জাতির কাছে।

তারা বলেন, বঙ্গবন্ধুর আহবানে দেশের অভ্যন্তরে গড়ে ওঠা মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ কেন্দ্র পলাশডাঙ্গা যুব শিবিরের সম্পৃক্ত বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ উপলক্ষে একটি বই প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা অত্যন্ত প্রশংসার দাবিদার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে