নাটোরে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ডোজ করোনাভ্যাকসিন দেওয়া শুরু

প্রকাশিত: জুন ১৯, ২০২১; সময়: ৪:০৫ অপরাহ্ণ |
নাটোরে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ডোজ করোনাভ্যাকসিন দেওয়া শুরু

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ডোজ করোনা ভ্যাকসিন টিকা দেওয়া শুরু হয়েছে। শনিবার দুপুর ১২ টা থেকে নাটোর সদর হাসপাতাল কেন্দ্রে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালের সহকারী পরিচালক ডা: পরিতোষ কুমার রায়। এসময় হাসপাতালের আরএমও ডা: মনজুর রহমান উপস্থিত ছিলেন।

হাসপাতালের আরএমও ডা: মনজুর রহমান যারা ইতিমধ্যে রেজিষ্ট্রেশন করেছেন তাদেরই অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ডোজ টিকা দেওয়া হচ্ছে। চায়না সিনো ফারমার এসব টিকা দু’দিন আগে নাটোরে আসে। শনিবার প্রথম দিন ২৪ জনকে টিকা দেওয়া হয়েছে। যে পরিমান ডোজ পাওয়া গেছে তাতে মোট তিন হাজার জনকে দুই ডোজ করে টিকা দেওয়া সম্ভব হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে