নওগাঁয় শনাক্তের হার ৩৫.২৬ শতাংশ

প্রকাশিত: জুন ১৯, ২০২১; সময়: ১:৫১ অপরাহ্ণ |
নওগাঁয় শনাক্তের হার ৩৫.২৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় করোনা শনাক্তের হার বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় নওগাঁয় নতুন করে ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

র‌্যাপিট এন্টিজেন পরীক্ষায় ৪০ জনের বিপরীতে ৮ জন এবং আরটিপিসিআর থেকে ১৮৪ জনের নমুনার বিপরীতে ৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

নওগাঁ জেলা সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ জানান- নতুন ৭৯ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট ৩৩৩২ জনের করোনা পজেটিভ এসেছে। আর জেলায় সুস্থ্য হয়েছেন ২৩০৩ জন। নতুন শনাক্তের হার ৩৫.২৬%।

গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন মৃত্যু না হওয়ায় জেলায় করোনা ভাইরসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৬০ জনে। করোনা পরীক্ষার হার বৃদ্ধি পাওয়ায় শনাক্তের হার বৃদ্ধি পেয়েছে বলে জানান স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে