পত্নীতলায় আইসোলেশনে ভারত থেকে আসা তিন হিজড়াসহ ১০ জন

প্রকাশিত: জুন ১৮, ২০২১; সময়: ৭:৪৭ অপরাহ্ণ |
পত্নীতলায় আইসোলেশনে ভারত থেকে আসা তিন হিজড়াসহ ১০ জন

নিজস্ব প্রতিবেদক, পত্মীতলা : নওগাঁর পত্মীতলায় আইসোলেশনে ভারত থেকে অবৈধভাবে আসা আটককৃত তিন হিজড়াসহ ১০ জন ভর্তি।

থানা ও স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে, জানা যায় ভারত থেকে আসা ওই তিন হিজড়া ও বিভিন্ন জেলার আরও ৭ জনকে গত বৃহস্পতিবার (১৭ জুন) নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি’র হাপানিয়া বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কোন বৈধ কাগজ পত্র না পাওয়ায় তাঁদের আটক করে সাপাহার থানায় সোর্পদ করে। পরে তাদেরকে পত্নীতলা করোনা আইসোলেশনে নেওয়া হয়েছে।

আটককৃতরা হলেন- পটুয়াখালি জেলার দশমনিয়া থানার বহরমপুর গ্রামের পঞ্চম আলীর ছেলে রুহুল আমিন (২২), ঢাকা দোহার থানার চরলটাখোলা গ্রামের শেখ রহম আলীর ছেলে শেখ ওয়াহেদ আলী (২৫), নড়াইলের কালিয়া থানার গোবিন্দনগরের রোকন কাজীর ছেলে মনির কাজী (৪৫), রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার কাজী পাড়ার প্রিয়া হিজড়া (২৮) পিতা জয়নাল, বাগেরহাটের মোল্লারহাট থানার পারইগাথী গ্রামের রুম্পা হিজড়া (৩০) পিতা লোকমান, ঢাকার দোহার থানার মধুচর গ্রামের পপি হিজড়া (২৮) মাতা/গুরু- ময়না হিজড়া।

যশোরের অভয়নগর থানার পচা মাগুড়া গ্রামের মৃত শহর আলীর মেয়ে সালমা শেখ (৩৫), একই জেলার শর্শা থানার বাগ আচড়া গ্রামের মৃত আ: রহিমের মেয়ে রহিমা বেগম (৩৭), গোপালগঞ্জের সদরের দূর্গাপুর খাটিয়াপাড়া গ্রামের গোলাম মওলা সরদারের মেয়ে পান্না বেগম (৩৭) ও ফরিদপুর জেলার কোতয়ালী থানার বসন্তপুর গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে নাসিমা বেগম (২৯)। তবে অনেকের ধারণা ভারত থেকে বিএসএফ কর্তৃক পুশ ইনে তারা বাংলাদেশে এসেছে ।

এ বিষয়ে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. দেবাশীষ রায় বলেন, তাঁরা ভারত থেকে এসেছে এজন্য তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে এবং করোনা টেস্ট করা হবে ।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, তাঁদের করোনা পরীক্ষার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে