আত্রাইয়ের সেই পরিবারকে গরু দিলেন ইউএনও

প্রকাশিত: জুন ১৮, ২০২১; সময়: ৬:৫৯ অপরাহ্ণ |
আত্রাইয়ের সেই পরিবারকে গরু দিলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাই উপজেলাধীর ব্রজপুর গ্রামে মানসিক ভারসাম্যহীন চার ভাই-বোনের পরিবারকে গরু দিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকতেখারুল ইসলাম।

বৃহস্পতিবার বিকেলে জীবিকা চলতে সহায়ক হিসেবে ভারসাম্যহীনদের পিতা লবা প্রামানিকের নিকট গরু হস্তান্তর করেন ইউএনও ইকতেখারুল ইসলাম।

এর আগে তাদের চার ভাই-বোনকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা এবং সমাজসেবা অফিসের মাধ্যমে প্রতিবন্দী ভাতা প্রদান করা হয়। সেইসাথে পিতা লবা প্রামানিক এর বয়স্কভাতা এবং ‘জায়গা আছে ঘর নাই’ প্রকল্পের মাধ্যমে ঘর দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ইউএনও।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা মানুষের মানবিক অধিকার নিশ্চিত কল্পে কাজ করে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় অফিসার্স ক্লাবের পক্ষ থেকে লবা প্রামানিককে জীবিকা চালাতে সহায়ক হিসেবে গরু (বোকনা) দেয়া হলো।

গরু দানকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, কৃষি অফিসার কেএম কাউছার হোসেন, এও মোয়াজ্জেম হোসেন, প্রধান শিক্ষক আইনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে