নওগাঁয় ঘর বিতরণ উপলক্ষে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

প্রকাশিত: জুন ১৮, ২০২১; সময়: ৩:৩১ অপরাহ্ণ |
নওগাঁয় ঘর বিতরণ উপলক্ষে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় নওগাঁয় আরো ৫০২টি গৃহহীন পরিবারের মুখে হাসি ফুটতে যাচ্ছে। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় (২য় পযায়ে) নওগাঁয় ১১টি উপজেলায় ৫০২টি বসতহারা পরিবারকে সেমিপাকা এসব ঘর করে দেয়া হচ্ছে।

 

আজ দুপরে সার্কিট হাউজে জেলা প্রশাসক মো: হারুন অর রশীদ সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি বলেন-রোববার বেলা ১১টায় গণভবন থেকে ভিড়িও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় নওগাঁতে এসব ঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

তিনি আরো বলেন-ইতিমধ্যে ৫০২টি পরিবারকে ২ শতাংশ খাস জমি বন্দোবস্তপূবক গৃহপ্রদান করা হচ্ছে। এছাড়াও এসব গৃহ নিমানের কাজ সমাপ্ত হয়েছে এবং কবুলিয়ত ও নামজারি সম্পন্ন হয়েছে। রোববার প্রধানমন্ত্রী উদ্বোধন শেষে এসব ঘর ভৃমিহীন ও গৃহহীনদের কাছে বুঝে দেয়া হবে।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারের উপ-পরিচালক উত্তম কুমার রাায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম ও মিল্টন সরকারসহ প্রশাসনের কমকতারা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে