চাঁপাইনবাবগঞ্জে বিধিনিষেধ বাড়লো আরও ৭ দিন

প্রকাশিত: জুন ১৬, ২০২১; সময়: ৮:৪৯ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে বিধিনিষেধ বাড়লো আরও ৭ দিন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : করোনাভাইরাস সংক্রমণ, মৃত্যু ও ভারতীয় ভ্যারিয়েন্ট রোধে চাঁপাইনবাবগঞ্জে বিধি নিষেধের মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। টানা ১৪ দিন লকডাউন শেষের পর জেলা প্রশাসন ৭ দিনের জন্য বিধিনিষেধ আরোপ করেছিলেন। বুধবার জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বিশেষ বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর বিষয়ে গণমাধ্যমকে জানান।

করোনা সংক্রমণের হার নিম্নমুখী হলেও আশানুরূপ না হওয়ায় বিশেষ বিধিনিষেধ আরও ৭ দিনের জন্য বাড়ানো হয়। সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেসবিফ্রিংয়ে ১১ দফা নির্দেশনা বহাল কার্যকর করতে সকলকে আহবান জানান জেলা প্রশাসক মুঞ্জুরুল হাফিজ।

এ সময় জেলা প্রশাসক বলেন, কঠোর বিধিনেষেধের শেষ দিন আজ। জেলায় করোনার সংক্রমণের হার কমেছে। তবে তা নিম্নমুখী হলে আশানুরূপ না হওয়ার কারণে দ্বিতীয় দফায় আবারও ৭ দিনের জন্য বিধিনেষেধ আরোপ করা হয়েছে। ১৭ জুন বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে ২৩ জুন বুধবার রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ চলমান থাকবে।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, সব ধরনের শপিংমল স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু থাকবে। মোটরসাইকেলে ১ জন এবং ব্যাটারিচালিত অটো ও সিএনজিচালিত গাড়িতে ২ জন যাত্রী যাতায়াত করতে পারবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাটগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

ডিসি আরও বলেন, বিশেষ বিধিনিষেধের আওতায় সবধরনের বিয়ে, জন্মদিন, পিকনিকসহ সব সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে। হোটেল রেস্তোরাঁ ও খাবার দোকান সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উঁরাও প্রমুখ।

 

  • 476
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে