মান্দায় করোনায় আক্রান্ত হয়ে ডিস ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: জুন ১৬, ২০২১; সময়: ৭:৩৫ অপরাহ্ণ |
মান্দায় করোনায় আক্রান্ত হয়ে ডিস ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুর রাজ্জাক (৪০) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। বগুড়া হাসপাতালে নেওয়ার পথে বুধবার সন্ধ্যা ৬টার দিকে আদমদীঘি এলাকায় মারা যান তিনি।

নিহত আব্দুর রাজ্জাক মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের মীরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি পেশায় কেবল অপারেটর (ডিস ব্যবসায়ী) ছিলেন।

আব্দুর রাজ্জাকের পরিবার সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের যাবতীয় উপসর্গ নিয়ে বুধবার সকাল ১০ টার দিকে আব্দুর রাজ্জাক মান্দা হাসপাতালে যান। এসময় পরিবারের অন্য সদস্যরাও পরীক্ষার জন্য তার সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন।

করোনা পজেটিভ হওয়ার পর তারা সকলেই বাড়ি ফিরে আসেন। দুপুরের দিকে আব্দুর রাজ্জাকের শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ বেড়ে যায়। এ অবস্থায় একটি মাইক্রোবাসে তাকে বগুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে আদমদীঘি এলাকায় মারা যান তিনি।

মান্দা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, বুধবার সকাল ১০টার দিকে আব্দুর রাজ্জাক সপরিবারে হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করান। এতে আব্দুর রাজ্জাক (৪০), বাবা আব্দুর রহমান (৮৫), ছেলে রেদওয়ান রাহাত (১৪) ও শাশুড়ি আমেনা বিবি (৬৫) করোনা পজেটিভ হন। পরীক্ষায় নেগেটিভ হন আব্দুর রাজ্জাকের স্ত্রী ফারজানা আক্তার (৩৫)।

  • 162
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে