চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে ১০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী দিলেন আ.লীগ নেতা জাবীন মাহবুব

প্রকাশিত: জুন ১৬, ২০২১; সময়: ৭:১২ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে ১০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী দিলেন আ.লীগ নেতা জাবীন মাহবুব

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে করোনা চিকিৎসার জন্য ১০ লাখ টাকার বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন জেলা আওয়ামী লীগের সদস্য এবং এ্যাপেক্স ডেটা ম্যানেজমেন্ট এ্যান্ড আইটি’র কান্ট্রি ডিরেক্টর ও সিইও জারা জাবীন মাহবুব।

বুধবার দুপুরে জারা জাবীন মাহবুবের পক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট এসব চিকিৎসাসামগ্রী তুলে দেন স্বেচ্ছাসেবী একটি সংগঠনের সদস্যরা।

চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে, করোনা প্রতিরোধক ৯৯৮ পিস ইনজেকশন, ১০০ পিস ক্যাপসুল, অক্সিজেন টিউব ৫০০ পিস, অক্সিজেন ফেস মাস্ক ৫০০ পিস ও ৫০০ পিস হাইফ্লো মাস্ক।

হাসপাতালের পক্ষে চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুমিনুল হক, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাদিম সরকার, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন-বিএমএ জেলা শাখার সভাপতি ডা. দুররুল হুদা, সিনিয়র স্টাফ নার্স মরিয়ম খাতুন প্রমুখ।

  • 505
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে