সিরাজগঞ্জে অসুস্থ্যদের রক্ত দিয়ে সম্মাননা পেল পুলিশ সদস্য রেজা

প্রকাশিত: জুন ১৫, ২০২১; সময়: ৭:১৮ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে অসুস্থ্যদের রক্ত দিয়ে সম্মাননা পেল পুলিশ সদস্য রেজা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : রক্ত দিন জীবন বাঁচান, নেই কোনো হারাবার ভয়, নতুন প্রাণের সঞ্চয়। নিজের রক্ত বইছে অন্যের শিরা উপশিরায়। এরই ধারাবাহিকতায় অগনিত অসুস্থ্যদের নিজ ও অন্যদের কাছ থেকে সংগ্রহিত রক্তদানে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়েছে পুলিশ সদস্য শামিম রেজা।

তিনি সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যলয়ের বিশেষ শাখার কর্মরত রয়েছেন। তাকে সোমবার রাতে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। এসময় হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ সাইফুল ইসলাম ২/ব্লাড ব্যাংক ইনচার্জ ডাঃ এ বি এম কামরুল হাসান, সদর হাসপাতালের ব্লাড ব্যাংক মেডিকেল টেকনোলজিস্ট আশরাফ আলী।

উপকার ভোগী ও হাসপাতালের চিকিৎসকরা জানান, পুলিশের মানবিক সদস্য শামিম রেজা ফেসবুক পোস্টের মাধ্যমে প্রতিনিয়ত গর্ভবতী মহিলা, দুর্ঘটনার শিকার, মুমূর্ষু রোগীদের প্রয়োজনে বিনামূল্যে রক্ত সংগ্রহ করে দিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করছে। তিনি নিজে ৭ বারের বেশি সময় রক্ত দিয়েছেন। পাশাপাশি গত ১ বছরে ৫ শতাধিক মানুষকে রক্ত সহযোগীতা করিয়েছেন।

এ কারনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগ হতে সম্মাননা স্মারক সহ বিভিন্ন রক্তদাতা সংগঠনের পক্ষ থেকে সম্মাননার আয়োজন করা হয়। এজন্য শ্রেষ্ঠ রক্তদাতা নির্বাচন করে শামিম রেজাকে এই পুরস্কার দেয়া হয়।

এ ব্যাপারে শামীম রেজা জানান, আমি যতদিন বেঁচে আছি এই ভাবে প্রতিনিয়ত মানবতার সেবা করবো ইনশাআল্লাহ। যেকোনো প্রয়োজনে স্বেচ্ছায় অসহায় মানুষের পাশে দাঁড়াই। সকলে সচেতন হলে রক্ত দিয়ে যেমন আপনজনকে বাঁচাতে পারে। তেমনী মানবিকতায় অপরের জন্য লাল ভালবাসা দিয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে অনণিত মানুষের প্রাণ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে