সাতক্ষীরায় করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু, শনাক্ত ৯১

প্রকাশিত: জুন ১৫, ২০২১; সময়: ১০:২০ পূর্বাহ্ণ |
সাতক্ষীরায় করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু, শনাক্ত ৯১

পদ্মাটাইমস ডেস্ক : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আরও ১০০ শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে সাতক্ষীরা সদর হাসপাতালের করোনা ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সাতক্ষীরায় দ্বিতীয় মেয়াদের লকডাউনের তৃতীয় দিন পার হয়েছে ঢিলেঢালা ভাবে। অন্য দিনের তুলনায় এদিন শহরে লোকজনের চলাচল কিছুটা বৃদ্ধি পেয়েছে। ভ্যান রিকসা, ইজিবাইক ও প্রাইভেট কারের চলাচল ছিলো চোখে পড়ার মতো। এদিকে করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। ১৪ জুন পর্যন্ত সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৫২ জনের আর উপসর্গ নিয়ে মারা গেছে ২৪৮ জন।

সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়ত জানিয়েছেন, নতুন করে আরও ৯১ জনসহ এ পর্যন্ত জেলায় ২ হাজার ৫১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে