কচুয়ায় সালিশ বৈঠকে হামলা, মা-ছেলেসহ আহত ৩

প্রকাশিত: জুন ১২, ২০২১; সময়: ৮:১৪ অপরাহ্ণ |
কচুয়ায় সালিশ বৈঠকে হামলা, মা-ছেলেসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের কান্দিরপাড় গ্রামে শনিবার জমিসংক্রান্ত বিরোধ নিয়ে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় মা-ছেলেসহ অন্তত ৩জন গুরুতর আহত হয়েছেন।

প্রতিপক্ষের হামলায় আহতরা হচ্ছেন, কান্দিরপাড় গ্রামের দেলোয়ার হোসেন, জোসনা বেগম ও চন্দ্রবান বেগম।

এ ঘটনায় হামলার শিকার দেলোয়ার হোসেন শনিবার বাদী হয়ে একই গ্রামের ৫ জনের নাম ও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার সকালে দেলোয়ার হোসেন ও একই বাড়ির আব্দুল মান্নানের ছেলে ইলিয়াছ হোসেনের সাথে সম্পত্তিগত বিরোধ নিয়ে সাবেক ইউপি সদস্য মোখলেছ মেম্বারের বাড়িতে সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালীন বিভিন্ন কথাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ ইলিয়াছ মিয়া উত্তেজিত হয়ে সালিশীদের উপস্থিতিতে নিরীহ দেলোয়ার হোসেনের উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালান। এসময় তার মা চন্দ্রবান বেগম ও বোন জোসনা বেগম এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে গুরুতর আহত করেন।

আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে