সিরাজগঞ্জে নেসকোর গ্রাহকদের অভিযোগের গণশুনানী

প্রকাশিত: জুন ১২, ২০২১; সময়: ৭:২৯ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে নেসকোর গ্রাহকদের অভিযোগের গণশুনানী

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে নেসকোর নতুন স্মার্ট প্রিপেইট মিটার লাগানোর পর বিদ্যুৎ গ্রাহকদের নানা অভিযোগের প্রেক্ষিতে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের হৈমবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রাহকরা নানা সমস্যার কথা তুলে ধরেন।

গণশুনানীতে বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের সভাপতিত্বে বিদ্যুৎ গ্রাহকদের পক্ষে পরিচালনা করেন নব কুমার কর্মকার।
এসময় উপজেলা পরিষদের ভ্যাইস চেয়াম্যান এস,এম, নাছিম রেজা নূর দিপু, এস এম. আসাদুজ্জামান সোহেল, অ্যাডভোকেট মাহবুব-ই-খোদা টুটুল, আবু এহিয়া খানসহ আরও অনেক গ্রাহক বক্তব্য রাখেন।

সভা শেষে বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় ১৩ সদস্যবিশিষ্ট ‘বিদ্যুৎ গ্রাহক সমিতি সিরাজগঞ্জ’ নামে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী ২০জুন এই সমস্যা সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে