যমুনায় নিষিদ্ধ চায়না জাল আটকের পর ধ্বংস

প্রকাশিত: জুন ১২, ২০২১; সময়: ৬:১৪ অপরাহ্ণ |
যমুনায় নিষিদ্ধ চায়না জাল আটকের পর ধ্বংস
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদী থেকে সরকারী ভাবে নিষিদ্ধ ২৫ টি চায়না জাল আটক করা হয়েছে। পরে তা পুড়িয়ে ফেলা হয়।  শনিবার দুপুরে মৎস্য কর্মকর্তা আতাউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। তখন সোয়া লক্ষ টাকা মূল্যের ২৫ টি চায়না জাল জব্দের পর পুড়িয়ে ফেলা হয়।
মৎস্য কর্মকর্তা আতাউর রহমান জানান, ইতি পূর্বে নদীতে মাইকিং করে এবং জেলেদেরকে অফিসে  ডেকে এনে নিষিদ্ধ জাল ব্যবহারে সতর্ক করা হয়েছিল। কিন্ত জেলেরা তা না মেনে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার অব্যহত রাখায় এই পদক্ষেপ  নেয়া হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে