মান্দায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রকাশিত: জুন ১২, ২০২১; সময়: ৪:৫০ অপরাহ্ণ |
মান্দায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় মাস্ক ব্যবহার না করার অপরােেধ ১০ ব্যক্তির নিকট থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আব্দুল হালিম শনিবার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

এ প্রসঙ্গে ইউএনও আব্দুল হালিম বলেন, মান্দা উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বাড়ছে। স্বাস্থ্যবিধি না মেনেই লোকজন চলাচল করছেন রাস্তাঘাটে। এ অবস্থায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে শনিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদর, হাসপাতাল মোড়, ফেরিঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়।

ইউএনও আরও বলেন, অভিযানকালে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১০টি মামলায় দুই হাজার টাকা জরিমানা আদায়সহ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে