সাতক্ষীরায় চলছে লকডাউন, কমছে সংক্রমণ

প্রকাশিত: জুন ১২, ২০২১; সময়: ৩:০৭ অপরাহ্ণ |
সাতক্ষীরায় চলছে লকডাউন, কমছে সংক্রমণ

পদ্মাটাইমস ডেস্ক : সাতক্ষীরা জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার কমে ৩৬ দশমিক ১৭ শতাংশে এসেছে। এ হার গত এক সপ্তাহে সবচেয়ে কম। এর আগের ২৪ ঘণ্টায় এ হার ছিল ৫২ দশমিক ৬০ শতাংশ। চলতি সপ্তাহের ৮ জুন জেলার সর্বোচ্চ হার ছিল ৫৯ দশমিক ৩৪ শতাংশ। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে আজ শনিবার থেকে সাতক্ষীরা জেলায় দ্বিতীয় দফায় আরও এক সপ্তাহ লকডাউন শুরু হয়েছে। প্রথম দফায় ৫ থেকে ১১ জুন পর্যন্ত জেলায় লকডাউন ছিল।

এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ সেবা দিতে হিমশিম খাচ্ছে।জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলায় গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জন করোনা শনাক্ত হয়েছে। এর শতকরা হার ৩৬ দশমিক ১৭ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় ২১১ জনের নমুনা পরীক্ষা করে ১১১ জনের করোনা শনাক্ত হয়। এর শতকরা হার ৫২ দশমিক ৬০ শতাংশ। ৫ থেকে ১১ জুনের মধ্যে এক সপ্তাহে জেলায় সর্বোচ্চ করোনা সংক্রমণের হার ছিল ৫৯ দশমিক ৩৪ শতাংশ।

জেলা সিভিল সার্জন হুসাইন সাফায়াত বলেন, দ্বিতীয় দফায় লকডাউনের প্রথম দিনে সংক্রমণের হার এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার কমলেও রোগীর সংখ্যা বেড়েছে। গতকাল রোগীর সংখ্যা ছিল ৬৪৭ জন। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৬৮৩ জনে। ১০০ শয্যার সাতক্ষীরা সদর হাসপাতাল করোনা ডেডিকেটেড হাসপাতাল করার জন্য কাজ চলছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে