ত্রাণ নির্ভর মানুষ জনসম্পদে পরিণত হতে পারে না : সিনিয়র সচিব

প্রকাশিত: জুন ১২, ২০২১; সময়: ৩:৩৩ অপরাহ্ণ |
ত্রাণ নির্ভর মানুষ জনসম্পদে পরিণত হতে পারে না : সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম বলেছেন, বাংলাদেশ বড় শক্তি হচ্ছে জনসম্পদ। এই শক্তি আমাদের এগিয়েযোবার প্রধান হাতিয়ার।  তবে ত্রাণ নির্ভর মানুষ কখনো জনসম্পদে পরিণত হতে পারে না। দেশের মানুষ এখন নিজ নিজ উদ্যোগে স্বাবলম্বী হয়ে সম্পদে পরিণত হচ্ছে।

শনিবার বেলা সাড়ে ১১টার সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত জেলা পর্যায়ে কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা প্রশাসক  ড. ফারুক  আহাম্মদের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার হাসিবুল ইসলাম বিপিএম, সিভিল সার্জন ডা. রামপদ রায়, সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সাইফুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ প্রমূখ। এ সময় জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভা শেষে প্রধামন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে করোনায় ক্ষতিগ্রস্থ ৮০ জন ব্যক্তির হাতে নগদ অর্থ তুলে দেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে