ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিত: জুন ১১, ২০২১; সময়: ৮:৪৩ অপরাহ্ণ |
ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা তোজাম্মেল হক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১০ জুন) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শারীরিকভাবে অসুস্থ হয়ে তোজাম্মেল হক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বিকেল ৪টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এদিকে, রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হকের দাফন সম্পন্ন করা হয়েছে। আজ শুক্রবার (১১ জুন) বাদ জুম্মা এই বীর মুক্তিযোদ্ধাকে রামপুরা বাজার সংলগ্ন মাঠে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গনপতি রায়, পুলিশের এসআই মাহবুব, জয়পুরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আফসার, ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরমুদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে