চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে এইচ.টি.এম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ

প্রকাশিত: মে ১৭, ২০২১; সময়: ১১:৩৩ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে এইচ.টি.এম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : এইচ.টি.এম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে ও জনগণকে সচেতন করতে ৩০০ পিস মাস্ক বিতরণ করা হয়েছে।
১৭ মে সোমবার চলমান মাস্ক বিতরণ কর্মসূচিতে বিভিন্ন পেশায় নিয়োজিত দোকান মালিক, কর্মচারী, অটোচালক, রিক্সাচালক, শিক্ষক, প্রফেসরসহ মানুষের মাঝে কাপড়ের তৈরী মাস্কগুলো বিতরণ করা হয়।
মাস্ক বিতরণে নেতৃত্ব দেন, সংগঠনটির নির্বাহী পরিচালক মো. নুরুল ইসলাম সোহেল।
এইচ.টি.এম চ্যারিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাইনুল ইসলাম জানান, এই করোনা মহামারীর সময়ে সকল মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সরকারের পাশাপাশি আমাদের সংগঠনের ক্ষুদ্র প্রচেস্টা হিসেবে মাস্ক বিতরণ কর্মসূচী গ্রহণ করি। মানুষ সচেতন হয়ে মাস্ক ব্যবহার করুক আমরা সেটাই চাই।
মাইনুল ইসলাম আরও জানান, এইচ.টি.এম চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০১৯ সালে জানুয়ারি মাসে অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে ১০০ টি উন্নত মানের কম্বল বিতরণ ও ২০২০ সালের এপ্রিল মাসে বেকার শ্রমজীবী মানুষের মাঝে ৪০ মন গম বিতরণ করা হয় ।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে