শাহজাদপুরে ঈদের ছুটিতে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা

প্রকাশিত: মে ১৭, ২০২১; সময়: ৬:১১ অপরাহ্ণ |
শাহজাদপুরে ঈদের ছুটিতে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : ঈদের ছুটির আনন্দ পুর্নতা পেতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মশিপুরে নায়রে জামাই ঝি, বেটিদের বাড়ীতে এনে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলার আয়োজন করা হয়েছে।

মশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অর্ধশত বছরের ধারাবাহিকতায় সোমবার দিনব্যাপী আয়োজন করা হয় এ খেলার। খেলাটির মধ্যে দিয়ে করোনার ভয়কে জয় করে নিয়েছিল আশপাশের গ্রামের মানুষ গুলোও। সকালে ঢাকের বারি পড়া মাত্রই লাঠিয়ালদের ছন্দময় খেলায় উৎসাহে মেতে উঠে বিভিন্ন বয়সী নারী-পুরুষ।

খেলা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম জানান, করোনার কারণে শাহজাদপুরে কোন বিনোদন না থাকায় এই গ্রামে লাঠিবারি খেলা দেখতে মানুষের ঢল নামে। বিভিন্ন এলাকা থেকে এই খেলা দেখতে আসে শত শত মানুষ। মশিপুর গ্রামকে পরিচিত করতে অর্ধশত বছরের বেশি ধরে এ লাঠিবারি খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মুলত জামাইদের নায়রে এনে এ খেলার প্রচলন বলেই এর আরেক নাম জামাই বরণ খেলা।

তিনি জানান, অতীতে যখন এই খেলা অনুষ্ঠিত হত, তখন গ্রামের সকল নতুন জামাই ও মেয়েরা এ খেলা দেখতে আসত। খেলাকে কেন্দ্র করে এ গ্রাম এক অন্য রকম উৎসবে পরিণত হত। এই খেলাই ছিল আমাদের গ্রামের প্রধান আকর্ষণীয় খেলা। খেলা চলাকালীন সময় বসত নানান পসরার মেলা। লাঠিবারি উৎসব ভোগ করত সকল শ্রেণি পেশার মানুষ। এখনো সে ধারাবাহিকতা অনুসরন করে প্রতিবছর রোজা ঈদ ও কোরবানির ঈদের দিন এই খেলা অনুষ্ঠিত হয়।

এদিকে এবার এ লাঠিবারি খেলায় ২০ জন প্রতিযোগী অংশ নেয়। বিকেলে খেলা শেষে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ সদস্য ইকবাল হাসান নয়ন, আওয়ামীলীগ নেতা মাসুদ রানা, প্রমুখ। খেলাটি পরিচালনা করেন, ক্রীড়াবিদ কাওছার আহমেদ।

  • 18
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে